বাতাসের আহ্বানে সাড়া দিতে
পাখির ডানার মতো মেলে দিলাম দু’হাত।
আমাকে উড়ে যেতে দেখে
রূপকথার ফুলপরীরা চিৎকার দিয়ে বলে ওঠে- বাতাসের সাথে ঐ উড়ে যায় পক্ষী-মানুষ!
শরীরে আমার পাখি পাখি ভাব।
আমি কি তবে সত্যিই পাখি হয়ে গেলাম!
আজ থেকে তোমরাও আমাকে ডাকবে পক্ষী-মানুষ।
মনে থাকবে তো?
মনে রেখো কিন্তু… উড়ে গেলাম…