শব হয়ে ঐ রবের ডাকে সব ছেড়ে তো যেতে হবে
এই দুনিয়ার মিছে মায়ার ফাঁদে পড়ে আছো সবে।
বদচিন্তা বাদ দিয়ে সব সৎ চিন্তার চর্চা করো।
মন্দ ছেড়ে সুপথে চলো। অগ্নীমশাল হাতে ধরো।
নষ্টামিতে আর কতোদিন মগ্ন হয়ে থাকবে?
সব ছেড়ে তো যেতে হবে স্রষ্টা যখন ডাকবে।
মরণকে কি ভয় করো না? ভুলেছো কি স্রষ্টা কে?
কে যাচ্ছে কোন পথে হায়! হয়েছে পথভ্রষ্টা কে!
তাল হারালে কাল হারালে। থাকলো আর বাকি কী?
স্রষ্টা তো সব দেখছে তোমার পারবে দিতে ফাঁকি কি?
নরকে যাবার কাজ করো না, বেহেশত যদি যেতে চাও-
হাত বাড়ালে ভোখা ফকির, না ফিরিয়ে খেতে দাও।
জিতে যাবে না ফেরালে, করবে তুমি কিস্তিমাত,
সেই ভোখার হাতের নিচে হয়তো রয়েছে খোদার হাত।
“লা ইলাহ ইলাল্লাহু” নিত্য জপো এই বাণী
খোদার শরিক এই দুনিয়ায় আর কেউ নেই জানি।
ভাই, শুকুরিয়া … অটো এপ্রুভালের জন্য।