2.5/5 - (2 votes)

আঁখিনীড়ে সহস্র শতাব্দী বসত করে ঘুমপাখি,
জুড়ে বসলেই আমার বিপদ!
কওয়া যায় না,
সওয়া যায় না।
মরণের জমজ ভাই এলেই শরীরে অনুভূত হয় চরম বেত্রাঘাত।
এ যাতনা আমার বাইশ ফাগুনের সঙ্গী।
জেগে থাকো ঘুমপাখি,
তুমি জুড়ে বসলেই আমার বিপদ।
আমাকে সইতে হয় অসহ্য যন্ত্রণা!
পারি না…
আর পারি না!
জেগে থাকো ঘুমপাখি,
তুমি জুড়ে বসলেই আমার বিপদ।
তুমি জুড়ে বসো না,
আমার এ শরির আর সহে না অনন্ত যাতনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments