4/5 - (2 votes)

মন কোকিলা কান্দেরে এই মনেরি বনে
এক ফোটা সুখ নাই রে আমার এ মনে।
ফাগুনো যে যায় রে বৃথা বুঝাই কেমনে
দয়াল বুঝাই কেমনে?
ও … দয়াল বুঝাই কেমনে?

এই দিলে যে নাই রে শান্তি,
শান্তি কোথায় পাবো
দয়াল কোথায় গেলে পাবো?
আমি কোন বনে যে যাবো?
ফাগুনো যে যায় রে বৃথা বুঝাই কেমনে?
দয়াল বুঝাই কেমনে?
ও দয়াল আমি কাঙাল বুঝাই কেমনে?

থাকিতেও মাতা পিতা এতিম হইয়া ঘুরি
দায়াল এতিম হইয়া ঘুরি
আর কতো কান্দাবি দয়াল বুঝিতে না পারি
দয়াল বুঝিতে না পারি।
ফাগুনো যে যায় রে বৃথা বুঝাই কেমনে
দয়াল বুঝাই কেমনে?
ও দয়াল আমি কাঙাল বুঝাই কেমনে?
আমারে কান্দানের লাগি তোর যে নানান ছল
ও দয়াল কেনো করিস বল?
ও দয়াল কেনো করিস বল?
বাঁধ মানে না আমার দুচোখেরি জল।
ও দয়াল কোথায় যাবো বল?
নিজের পাপ দিয়া দয়াল অপরের পাপ মাপি।
তোর দুনিয়ায় আমার মতো আর কে আছে রে পাপি
ও …. দয়াল আর কে আছে রে পাপি?
ফাগুনো যে যায় রে বৃথা বুঝাই কেমনে
দয়াল বুঝাই কেমনে?
ও দয়াল আমি কাঙাল বুঝাই কেমনে?
ও …. দয়াল আর কতো কান্দাবি?
ও দয়াল রে … আর কতো কান্দাবি?
ফাগুনো যে যায় রে বৃথা বুঝাই কেমনে
ও…. দয়াল বুঝাই কেমনে?
ও দয়াল আমি কাঙাল বুঝাই কেমনে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments