আমাকে তোমরা ডাকোনি, তবু এসেছি।
তোমাদের দুখে কেঁদেছি, সুখে হেসেছি।
আমার আসাতে কেনো তোমাদের এতো সংশয়?
শুধু আত্মপ্রয়োজনে নয়-
এসেছি তোমাদের প্রয়োজনেই।
আগ থেকেই ভাবছো- যদি প্যারা দেই!
তোমরা আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দিচ্ছো।
না বুঝে কেনো শুধু প্যারা নিচ্ছো?
ভাবছো বিনা স্বার্থে কিছু নয়
নিজ স্বার্থে মানুষ লোহাও বয়।
আমি তো আমার জন্য ধন-সম্পদ চাইনি, চাইনি টাকা-কড়ি।
এসো, সকলে মিলে সকলের দিলে প্রেমের তাজমহল গড়ি।
হত্যাযজ্ঞ নয়-
ছেড়ে সকল দ্বিধা-ভয়।
এসো আজ থেকে বন্ধ করি দলাদলি
এসো একসাথে হাতে হাত রেখে চলি।