3.7/5 - (3 votes)

আমার জীবন সাদামাটা নয় কোনো ঝিক ঝাক
করি না কিছু নয় ছয় সব যেন থাক ঠিক ঠাক।

ইগো নেই একবিন্দু আমার মনের ভিতর
সৃষ্টির সেরা মানব আমি নই কোনো ইতর।

ফোকাস করি নিজেকে ভালো যতো কাজে
মন্দ কাজে থাকলে তবে পড়তে হবে লাজে।

কাজ যা হোক রাখবো খেয়াল না হয় যেন হারাম
পরাকালের আজাব কঠিন থাকবে না কোনো আরাম।

সমাজটাকে সাজাও সবে কাঁধ মিলিয়ে কাঁধে
থাকলে সবে মিলে মিশে পড়বো না শয়তানের ফাঁদে।

মানুষ সৃষ্টির শ্রেষ্টজীব এ কথা মনে রাখবো।
ভুল শোধরে দিতে সবে মিলে মিশে থাকবো।

ইতরেরা ভিতর ভিতর আঁটে নানান ফন্দি
কেমন করে এই আমাকে রাখবে করে বন্দি।

লাইফ সাজাবো সৃজনে মননে সুন্দর সমাজ গড়বো।
করতে বিনাশ ইতরামির এক হয়ে সব লড়বো।

ইহলোকের আমলনামা পরলোকের সাথী হবে
এই কথা ভুলে কেনো যাচ্ছে তাই করছো ভবে?

ফলবতীবৃক্ষ যেমন নত হয়ে যায় ফলের ভারে
দুঃখবতীও তেমন চুপ হয়ে এসে বসে জলের ধারে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments