জেগে আছে প্রণয়ী রাত প্রেমিক চাঁদ
নক্ষত্রেরা জ্বলে নিভে কী হেতু?
মাঝ নিশিতে নড়ে চড়ে উঠে ঘুমন্ত কর্ণফুলীও।
আমার দেহ মনে জাগে অনন্ত প্রেমতৃষ্ণা।
হাজার বছরের রজনী আমার আরাধ্য পবিত্র প্রেম।
হৃদমহলে শুয়ে আছে বিবি শাহীজান।
প্রণয়ী রাত খোঁজে ঐশ্বরিক প্রেম।
2024-08-27