Review This Poem

মেটালিক
– আতাউল হাকিম আরিফ

স্নায়ুকোষগুলো ক্রমশ জং ধরেছে
বিদ্রোহাচরণ করছে অনুভূতিজাত জিনগত অস্তিত্ব!

মাটিখুঁড়ে, পেরেক ঠুকে, পলেস্তেরা ঘঁষে
নির্মিত হচ্ছে পৃথিবীর অবয়ব!
ক্রমশ; মেটারিয়ালিজমের হুংকার বাড়ছে!

মেটালিক ধাতব পদার্থে রূপ নিচ্ছে মানুষ!
জানি, তুমিও এর ব্যতিক্রম নয়!

তাই তোমাকে বলছি-
মনোলোভা বস্তুজগৎ এর আকর্ষণ আমার নেই
আমি মাটি ও প্রকৃতিজ অনুচর!

জন্মেছি দ্বীপকন্যায়! মেঘনার কূলে গা মুড়িয়ে দেখেছি স্বদেশ ও স্বদেশানুরাগ! শীতল বিছানায় উৎসারণ হয়েছে প্রেমবতী ভাবনা।

তুমি- ভুল মানুষকে ভেবেছ প্রেমিক! ভুল ঠিকানায় আবাদভূমি নয়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments