Review This Poem

আমজনতা- আর কতকাল জলমুখী হাঁসের মতো প্যাক প্যাক করতে থাকবে!
পাহাড় থেকে সমতল কোথাও কি আছে মিতালী?
একদিকে জন উল্লাস অন্যত্র অব্যক্ত কান্নার স্বাক্ষর বহন করে…
জাতিস্মরের শব্দ নিনাদ আর কতদূর বিস্তৃত হবে জানিনা!

আশ্চর্য অন্ধকারের দিকে তাকিয়ে নিজের চিহ্ন খুঁজে নিতে
তামাটে এইজাতির পদরেখা রক্তলেখায় চিহ্নিত হবে বারবার!
দেশপ্রেমহীন, বন্ধ্যাত্ব জাতিসত্ত্বার কাছে আপাতত নিজেকে ভাবতে পারেন
একখানা জলপাই রঙের ট্যাঙ্ক কিংবা কাঠ ফাটা রোদ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments