অবশেষে নিরীহ বালকটি শিকারীর জালে বন্দী!
ওরা পিরানহার মতো দাঁত কেলিয়ে হাসে, আঘাত করে….
বালকটির বুকজুড়ে অজস্র অপবাদ, তবুও সে নির্বিকার!
ঘাই হরিণীর মতো নির্বাক দৃষ্টি, রক্তিম ওষ্ঠে মৃদু কম্পন!
উদ্যত নাগিনীর ক্রমাগত বিষক্রিয়ায় বালকটি অভিযোগহীন
অতি ক্ষুধার্ত, দু মুঠো ভাত চাই আর একটু তরকারী
হয়তোবা এইটুকুই তাঁর চাহিদা!
বালকটির জানা ছিলোনা জন্ম থেকে মৃত্যু কতদূর….
ভাতের বিনিময়েও মৃত্যু এসে সন্নিকটে দাঁড়াতে পারে!
শিকারীরা কানামাছি খেলে, খেলতে থাকে….
” কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছো” কিংবা
তারা জানে-
” মধু হৈ হৈ আঁরে বিষ খাওয়াইলা” গান
গাইতে গাইতেও মানুষের জীবন কেঁড়ে নেয়া যায়!