কবিতাপ্রেম
কবিঅসীম চক্রবর্ত্তী
লিখার স্থানকলকাতা
Review This Poem

শুনি প্রেম তুই, শোনিত হৃদয়ে মরণ ঘটাস
শুনি প্রেম তুই, জীবন মরণ অংক শেখাস
শুনি প্রেম তুই, আবোল তাবোল মনকে তাতাস
শুনি প্রেম তুই, আশার ভাবের মনকে জেতাস
শুনি প্রেম তুই, লিখিস ললাটে মনের আকার
শুনি প্রেম তুই, করিস ভিক্ষারি মনের বিকার।

দেখি ওহে প্রেম, ঘাসের ডগায় কমল ফোঁটে
মোর খ্যাপা মনে, মরন নাচন দুলকি ছোটে
আমি মন পাড়ে, অচেনা যাসনে একলা ছেড়ে
মাঝ বরাবর, উথাল পাথাল যাচ্ছে বেড়ে
ওরে প্রেম তুই, দেখরে মনের খোয়ার পোড়ে
জীবন ধারায়, জ্বলন দহন উঠছে বেড়ে
দেখি আজ তুই, দ্যুলোক ভূলোক পাতাল দাপাস
দেখি তোর চোখে, মরণ নদীর শুধুই ওপাশ ।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments