বিলাতী ইংরেজ গেছে
বাহে ইংরেজ গেছে!
একশত নব্বই বছর
শুধু চাবুক ছুঁড়েছে!
পাকি গেছে ভাই
পাকিরাও গেছে অবশেষে!
সুদীর্ঘ তেইশটি বছর
বাঙ্গালীর রক্ত চুষেছে!
যায় নি ওরা কেউ
আছে স্বজাতির মজ্জায়!
যদি পায় পদ ভারী
নিমিষে চোখ উল্টায়!
স্ব-জাতির অন্তরে
এতো বিষাক্ত তেজ!
চেয়ারে বসেই বনে
বড় লাট ইংরেজ!
বড় ইংরেজ ছোট ইংরেজ
মাঝারি আরো কতো রকম!
মানুষের অন্তরে চাবুক কষে
নিত্য করে রক্তাক্ত জখম!