কতগুলো দিন, মাস কেটে গেল
শিরীষের তলায় একা আমি
আর আমার না চাইতেও পাওয়া
পোষা প্রাণী
আমার খাওয়ার দিন ওর জন্য রোজা
ওর দিন, আমি নিরব যেন এক বোবা
তবু কারো প্রতি আমাদের খেদ নেই।
বসন্ত, বৃক্ষ বা ফুল কেউই আমাদের আপন নয়
তবুও আমরা প্রতিবেশী দীর্ঘ দীর্ঘ কাল।
উৎকট গন্ধ, বিদ্রুপ হাসি সব আমার আপন
আহা কত, কত দূরে ভাল মানুষের জীবন।
হামেশাই রোদ আসে, বৃষ্টি আসে
করুণা আসে, পয়সাও আসে
কেবল আসে না বন্ধু, পরিবার, স্বজন
তারপর এলো মৃত্যু, নাকি এই জীবন।
2023-08-05