একটা চুক্তিপত্র লিখা হল,
খোদার অনুমোদনের অপেক্ষা কেবল।
দুই জোড়া চোখ, সাদা কাগজ আর কালো কালি।
“ওর বাঁচার হিম্মত নেই, তবুও আছে আয়োজন
আমার বাঁচার সাহস আছে,শুধু নেই প্রয়োজন।”
ইতি
ক্লেবসিলা
ঠিকানা,
ওয়ার্ড বত্রিশ, বেড নাম্বার অজানা
আদতে আমরা এই পৃথিবীর বাসিন্দা না!