বাংলা কবিতা, হাবিজাবি ১ - আমি অহন আরশিতে... কবিতা, কবি সুবিমল বসাক - কবিতা অঞ্চল
4/5 - (6 votes)

আমি অহন আরশিতে আমার উল্টা চ্যারাহান্ দেখতাছি
নিজেরে ঘিরা আমি এউগা চিন্তা-ভাবনা করি
আমারে ঘিরা অন্যজনা ভিন্ন চিন্তা-ভাবনা করে
আমার দিশায় একই রেকর্ডের আওয়াজ বারংবার চিখ্ খৈর পাড়তে থাকে
বেশীভাগ মানুজন একই দিয়া চলাফিরি করে
একই নীল হেজে শুইয়া কাবার করে রাত্র-দিন
পরতেক ম্যায়ালোক জনমের পোষাক লগে লইয়া বড় হয়
আপনা পুরুষের হুম্ কে  অরা বেবাক্তেই শরীলের চাম বদলায়
অগো বংশধারা সচল থোয়
নিত্যি আমি একই লেহান আকাশ দেহি
কুনোকিচ্ছুতে হেরফের হয় না এক্কেরে
নিজের গতর থিক্যা বেবাক কুসংস্কারের ধুলা ঝাইব়্যা ফেলছি
তবও হায়। 

নিজের পিরন থিক্যা বাইরইয়া আইতে পারিনা
আমি জানি, স্বাধীনতা বেজায় মাঙ্গা —
আর কিচ্ছু না — স্বাধীনতা মাইনষের শরীলের চাম্ —
বংশ মজুদ রাখনের গাদ

দেহি, যে রাস্তা আজ তৈয়ার হইতাছে
জানি, কুনোদিন এইরাস্তা দিয়া কারো কান্ধে ব্যাইয়া মড়া যাইবো

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments