রহমত বরকত মাগফেরাতের এলো রমজান
সকল মাসের চেয়ে প্রভু দিয়েছেন সম্মান।
এই মাসে করেছেন নাযিল হেদায়েতের কুরআন
জীবন চলার পথ দেখানোর জীবন বিধান।
এই মাসেতে পাপী তাপীর জীবন মুক্তি পাক
এই মাসেতে সরল রেখার জীবন চলার ডাক।
অনাহারীর অনাহারের হচ্ছে জীবন দেখা
কেমনে তাদের চলে জীবন কেমন বক্ররেখা।
দান করাতে মুক্তি মিলে হয় যে পুন্যবান
দরিদ্ররা বুক ভরে করে দোয়া দান।
এই মাসেতে পাপগুলো খোদা করেন মাফ
জীবনের সব কালিমাগুলো ধুয়ে হোক মাফ।
2022-04-08