সুখি জনার সুখ হয় না
দুখি জনার দুখ
বিষাদক্রিয়া হয় না তাতে
হোক যত উন্মুখ।
আকাশ প্রাণে হয় না বারি
আঁচড়ে পড়ে বাটে
জীবন খাতায় লিখা সুখ
যেন ঝঞ্ঝাটে।
সুখের পরে সুখ এলো
দুখের পরে দুখ
দু’য়ে মিলে জীবন খাতায়
আসে ইন্দ্রিয়সুখ।
সুখে দুখের জীবন মাঝে
ভাঙা গড়ার খেলা
কান্না হাসির ধরার মাঝে
মোদের মিলনমেলা।