আকাশে বাতাসে পতাকা উড়ল,
স্বাধীনতার দিন ১৫ ই আগস্টে।
বিবেকানন্দ, তার বাণী ছড়িয়েছেন সারা জগতে
নেতাজি, গান্ধীজী, এনাদের কে জানাই লক্ষ প্রণাম
অমর হয়ে থাকবে তাদের অবদান। দেশের জন্য যারা দিয়েছেন প্রাণ,
বাঘা যতীন ক্ষুদিরাম।
বাঙালি কবি গিয়েছেন জগতে মহামিলনের গান।
বাঙালি জনম বিফল নহে এ প্রাণ।