Review This Poem

আমার সামনে এসে দাড়িয়েছে সে;
শকুনের আধখাওয়া দেহের গন্ধ পাই।
তার চোখের দিকে তাকাই,
এ শহরের হাজার বাতি দিয়েও
তার চোখের অন্ধকার গোছা যাবে না।
তার কাছে গিয়ে দাড়াই,
একি! তার ঠোঁটে মৃত্যু খেলে
শুধুই মৃত্যু!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments