এত অনিদ্র রাতের কারণ খুজে পায়না আমি
হয়ত তুমি কিংবা পৃথিবীর সাথে আমার প্রবাহ ।
প্রথম ভালোবাসা আমার দেহের গানে যে সুর তুলেছিল
তা বুঝি আর সুর রইল না,বড়ই বেখাপ্পা একঘুয়ে সুর- নতুন সুর খোজার সাহসও বুঝি হারিয়ে ফেলেছে গান ।
তোমাকে যতই ঘৃণা জানাই এই ভবের মাঝারের প্রেমের সমাধিতে তোমার নাম যে চিরভাস্বর ।
পলকে পলকে ঐ আলো আঁধারের স্মৃতি,তোমার হাসির রিনরিনে সুর,তোমার ছেলে ভুলানো গন্ধ আমার মগজ ধসের কারণ হয়ে দাড়ায় ।
এত গোলাপ,এত নিশিগন্ধা,এত নীলপদ্ম
তবু নিমিষেই হারিয়ে যায় তোমার সাথে…
ঐ হারালেই ভালো,
নইলে আমার কবিতা যে হত আরো কালো।
2021-07-08