রাজপথ থেকে সত্য পালিয়েছে পাছা বাচিয়ে
সামনে বড় বিপদ সামনে বড় বিপদ
অর্থনীতির তেল এখন সস্থা থেকে সস্থা জীবন যেন রোদ্দুর রয়-এর কবিতা
ভালো খারাপ মিশছে বেশ করে
জুবান কেটে গলা-গলা রক্ত পড়ছে
সে রক্তকে হালাল করতে
রাতের অন্ধকারে সুচের প্রবেশ অগণিত যুবকের শিরায়
কাঁদছে দেশ লাগছে বেশ
যা করছি বা যা করছি না সব দেখিয়ে বেড়াচ্ছে বুক ভরা দম্ভ নিয়ে
কাকের চেয়ে ধর্ষক বেশি
দেহ ক্রেতার দল কিনেছে শস্য দিয়েছে শ্মশান
সব যে এখন বিক্রেতার উপর
চলেন করি সবাই ধর্ম বিক্রি
কিনি কিছু সস্তা নৈতিকতা
চলেন করি সবাই ধর্ম বিক্রি
কিনি কিছু সস্তা নৈতিকতা