5/5 - (2 votes)

মেঘগুলো এসে দিয়েছে ধরা
নেমেছে বৃষ্টি হয়ে ধরণীতে,
ঘুচেছে মনের সকল খরা
সুখ জমেছে সুখের তরণীতে।

প্রকৃতি মুগ্ধ আনন্দ স্নানে
তারা কেউ তাকায়নি ফিরে,
মুখরিত বায়ু বৃষ্টির গানে
পাখিরা ফিরেছে নীড়ে।

কল্পনারা যেন বাঁধন হারা
মন নিয়ে পালায় অজান্তে,
বয়ে যাওয়া বাদল ধারা
ছুটে চলে দূরে দিগন্তে।

পুরানো স্মৃতিময় শৈশব
মনকে ধরেছে ঘিরে,
হায় পুরানো দিনগুলো সব
আসবে কি আর ফিরে!

বাদল দিনে নিচ্ছি কিনে
সুফলা কিছু স্বপ্ন,
সাজিয়ে তাদের মননে,
জীবনকে করবো উষ্ণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments