সুন্দর, যযেতনে কত শৈল্পিক কাব্য
দুর্ঘটনার প্রহসনে নির্দয় সত্য।
চিরন্তন অবহেলায় নিষ্ঠুরতার প্রলয়ঙ্করী মিথ্যা
কাব্যের মহামারিতে কবির নিরব অন্ত্যেষ্টিক্রিয়া।
পসেইডন দেবের নিষ্ঠুরতা, ত্রিশূলের ঝংকার।
কবিতার পৃষ্ঠা চূর্ণ-বিচুর্ণ, ফ্লেগ্থোনকে কবির শেষকৃত্য।