শূন্য পায়ে হেটে চলেছি আমি জীবনের বিকিরণে
হেটে চলেছি আমি নিষ্ঠুর প্রেমের, মিথ্যে অন্বেষণে।
আমি এখনো খুজি মিথ্যা, মিথ্যার নিরবতা।
আমি খুজি না আর প্রেম, প্রেমের অসারতা।
প্রেম? সে তো বিদ্রোহ,
সে এক প্রলয়ংকারী মিথ্যা,
সে তো হৃদয়দগ্ধী দাবানল
যে দাবানলের দগ্ধে ক্ষত জীবনের যত মোহ!
মনে কি আছে প্রথম চুম্বন? দ্রোহের প্রথম ক্ষত।
চোখে চোখ রেখে কথা বলা প্রথম অমানিশা।
তোমার হয়ত মনে নেই, মনে না থাকারই কথা।
তুমি তো দ্রোহের শিকল থেকে মুক্ত, জীবন্ত একটি শব।
কিন্তু আমাকে দেখো, আমি মৃত এক প্রাণ
আমি সেই মহা সত্য প্রেমে এখনো অসার।
তুমি জীবনানন্দ, আমি ঈর্ষান্বিত।
আমি ফনিক্স পাখির ছাঁই, আমি সদা অমৃত চুম্বন
পথ শেষ হবে কোথায়? আমি হেটে চলেছি দ্রোহের অন্বেষণে..
2020-09-26