আজ ২০ পৌষ
গনতন্ত্রের মহা ক্রাইসিস
নক্সালবাদীদের পুনর্জাগরন
হাতে সিগারেট নিয়ে গোল টেবিল জুড়ে চলছে বৈঠক।
শহরজুড়ে গোলাবর্ষণ, অগ্নিপাত আর বেয়নেটের আধিপত্য।
আমি বোকা প্রেমিক বসে আছি, রমণীর ওষ্ঠ্য আলিঙ্গনে আমি ব্যস্ত।
আমি কিছুটা মাতাল, কিছুটা উন্মাদ।
আমি কিঞ্চিৎ চিন্তিত, কিছুটা ব্যথিত,
আবার কিছুটা অবুঝ।
কারণ আজ আমার অবুঝ হওয়ার দিন
মস্তিষ্ক আজ মরণ নৃত্যে নাঁচতে নারাজ
মস্তিষ্ক আজ উষ্ণ প্রেমের শীতল আবেশে বিস্ফুরিত
মস্তিষ্ক আজ একটু শান্ত, একটু ব্যাকুল প্রেমের খোজে।
নশ্বর ধরিত্রীতে প্রেমও অনিত্য, তবু প্রেম হলো তন্দ্রা, তবু প্রেম হলো পবিত্র।
প্রেমিকা আমার কেশ আন্দোলিত করছে, আমার ছেঁড়া শাল ধরে আছে।
কিন্তু আমাকে যে উঠতে হবে, নিতে হবে বিদায়।
সঘন অম্বর গর্জে উঠছে, সময় নেই হাতে বেশী।
মশাল হাতে মিছিলে যাব।
মিছিল, সেও এক প্রেম। এক উত্তাল প্রেম।
এই প্রেমে ন্যায্যতা হলো প্রেমিকা আর রোদন হলো উপসংহার।
এই প্রেমে টিয়ারশেল হলো খলনায়ক ইআর মৃত্য অভয় হলো মহা আলিঙ্গন।
এই প্রেম বাস্তবিক প্রেমিকাকে মানে না। কারণ এই প্রেম হলো প্রলয়ংকারী ঘুর্নিঝড়।
আমাকে উঠতে হবে, নিশিতা ধারণ করতে হবে।
আমাকে যেতে হবে। সময় যে নেই।
মিছিল প্রেম যে ডাকছে আমাকে।