ধরনী যখন ছিল পিছনে,এগিয়েছে যাঁর হাত ধরে
মোদের জন্য স্রষ্টার কাছে কেঁদেছিলে করজোড়ে।
তুমি তো ছিলে সত্য আর অহিংস নীতিবাদী
তোমার কাছে আজ চির ধন্য বিশ্ব মানব জাতি।
তুমি তো ছিলে আলোর দিশারী, সত্যদীপ্ত শিখা
তোমারই জন্য মুক্তি মিলেছে আইয়ামে জাহিলিয়া।
মানুষে-মানুষে নেই ভেদাভেদ শিখেছি তোমার কাছে
তোমারই জন্য মানবতা আজও বেঁচে আছে।
প্রতিষ্ঠা করেছিলে নারী-পুরুষের সমান অধিকার
পিতার চেয়ে মাতার মর্যাদা বাড়িয়েছ তিন বার।
কুরাইশ বংশে জন্ম নিয়েও থাকতে কুড়ে ঘরে
সর্বদা নিজেকে বিলিয়ে দিতে দু:খী মানুষের তরে।
যুদ্ধের ময়দানে কখনো তুমি করোনি অযথা ক্ষয়
প্রভু ব্যতীত কারো জন্য ছিল না তোমার ভয়।
তাদের তুমি ক্ষমা করেছিল যারা কাড়তে চেয়েছিল তোমার প্রাণ
ক্ষুব্ধ হয়ে কখনো তাদের করোনি ক অপমান।
শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও পারিশ্রমিক
এই তো ছিল তোমার বাণী, সৃষ্টিকর্তার আশিক।
চির শত্রুও তোমার কাছে রাখত আমানত
কখনো তুমি আমানতের করোনি খেয়ানত।
স্রষ্টার কাছে মোদের জন্য আজও করো ফরিয়াদ
বিশ্ব শান্তির দূত তুমি নবী মুহাম্মাদ। (স:)