বাংলা কবিতা, তোমায় ভালোবাসি কবিতা, কবি অসিত জাওয়াদ ইসমাম - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

লাস্যময়ী ফানুস যখন দিগ্বীজয়ী হবে, তোমার কাছে আমার চিঠি তখন পৌছে দিবে।
যখন তুমি আলত করে একটু হাসি দিবে, তখন মোর সোনারতরী তোমার কাছেই যাবে।
অদম্য ক্লান্তিহীন দুপুরটা যখন একটু শ্রান্ত হবে, বসন্তের সুমিষ্টি হাওয়া যখন কপল বেয়ে যাবে, মোর আজন্ম প্রেম তখনো হয়তো তোমার তরেই রবে।
বিশুদ্ধ জলে হিমাঙ্গীরা যখন তার তৃষ্ণা মিটাবে, মোর ভগ্ন-বিদগ্ধ আত্মা তখন তোমার স্পর্শ চাবে।
পুষ্প কাননে তুমি হলে মোর মলিন আঙ্গিনা, তোমাকে নিয়ে কেন যে আমার রঙ্গিন স্বপ্ন বোনা।
হিমশীতল হিমালয়ও যদি রৌদ্রতাপ ছড়ায়, তখনো তুমি থাকবে আমার হৃদয় আঙ্গিনায়।
নীল শাড়ি পড়ে যখন তুমি মিষ্টি হাসি দিবে, নিশীথের শঙখচীলও হয়ত তোমার পানে চাবে। 
গোধূলি লগ্নে তোমার যদি আমায় মনে পড়ে খালি, তখনো জানবে আমি শুধু তোমায় ভালোবাসি।
পূর্ণিমা আলো যখন সলজ্জে তোমায় আলোকিত করবে, মোর তৃষিত হৃদয় যখন তোমার আলপনা আঁকবে, তখনো জেনে রেখো আমি শুধু তোমায় ভালোবাসি। 

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments