আমি খোদার মাটিতে মিশে যাওয়া বাবরীর মহা টুকরা।
আমি অপিবত্র, আমি অশান্তি, আমি পৃথিবী করেছি নোংরা।
আমি অসত্য পাটাতনে কালনাগিনীর বিষাক্ত ছোবল, আমি ভয়ার্ত আর্তচিৎকার, আপাদমস্তক অমঙ্গল।
আমি ব্যথিত হৃদয়, নিপীড়িত রোহিঙ্গা শিশুর কান্না! আমি দাউ দাউ করে জ্বলে উঠা নোয়াখালির সেই দাঙ্গা।
আমি রক্তের কেরোসিনে জ্বলে উঠা ইহুদী নরহত্যা, আমি ব্রহ্মদৈত্যের পিশাচ হাসি, অমঙ্গল এক সত্ত্বা।
আমি ব্রাহ্মণ হয়ে খেতে না পারা শূদ্রের তৈরী মিষ্টি, তবু মহাকালে আমি বলব আমি তোমারই মহা সৃষ্টি।
আমি ফেরাউনের অভিশাপ দুনিয়া করেছি দৈন্য, যুদ্ধ হবে যুদ্ধ হবে সাজাও সবাই সৈন্য।
আমি কাশ্মির প্রান্তরে মুসলিম মহানিধন। চলে এসেছে মহাপ্রলয় শোনা যায় কেন গুঞ্জন?
আমি আফগানিস্তানে ভেঙ্গে ফেলা বুদ্ধদেবের মূর্তি, আমি উইঘুরের বিকট কান্না কবে যে পাবে মুক্তি?
আমি চিলেকুঠোর আগুন, মহাপ্রলয়ের ফুৎকার, আমি স্তম্ভিত মানবতা, চারিদিকে খালি হাহাকার।