4/5 - (1 vote)

এইখানে এই ঝিলের পাড়ে একদিন কতরঙের উৎসুক পাখির উড়াউড়ি ছিলো অবিরত—নয়ন হারায়াছে এইসব অভিরাম সৌখিন পাখিদের আনাগোনা—
বুঝি এইখানে বহুদিন মানুষের পা পড়েনি…
সভ্যতা বিভোর ঘুমে অচেতন রয়ে গেছে বহুদিন।
জলপাই ফল থোকায় থোকায় পরে আছে বনের প্রেমিক ছায়ার ভিতর…
ঝরে ঝরে নিঃশেষ হয় মানুষের আয়ুর মতো ফুরিয়ে—অথচ কতমুখ এইদেশে দেশি ফলের ঘ্রাণ হতে যোজন যোজন দূরে…
অতঃপর মৌসুমী আড্ডার ‘পর জেগে ওঠে অন্তঃপ্রাণের পরস্পর সঞ্চিত গোপন বারুদ।
যৌবনের স্বপ্নরা হেঁটে হেঁটে একদিন ক্লান্ত হয়ে ফিরে পরিচিত লোকালয়ে!
এইভাবে একদিন নৈঃশব্দের মতো স্বপ্নপাখির দল হেরে যায়—জিতে যায় শুধু ভূগোলবিদ্যার স্কেলমাপা চিরকালীন বিভ্রম সময়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments