মানলাম ভাই তুমি সৎ মহৎ ঘুষখোর না
ঘুষ দিয়া চাকরি নিবা তবুও যোগ্য
একটু আকটু হাত খরচ তো চলেই
তাই টেবিলের তলা টা করোনি বন্ধ
জানি তুমি মহৎ আর সৎ; অতিশয় যোগ্য।
তুমি হবা বুদ্ধিজীবী প্রগতিশীল ব্যক্তি
আমি আবার বেসরকারি ; বেকার বলে নগন্য
তোমার অনেক টাকা আছে তাই তুমি নামীদামী
আমি আবার কমদামী টাকার নাই উৎস।
জানি জানি ভাই, তুমিই সৎ ও যোগ্য।