জীবন সহজ স্বাভাবিক সুন্দর
টাকার উপর শুয়ে বিক্রি করছি দেহ ; নীতি ও হচ্ছি নত
লম্পটামিতে কিনছি ভালোবাসা; নষ্ট চিন্তায় চলছে দেশ বহুকাল
তুমি আমার হবেনা জেনেও ভাবছি অবিরত।
ভালোবাসা মূল্য কোথায় জানো? মূল্য নাই, উচিত না থাকাও।
আজ বিনিময় প্রথার হাজার কোটি বছর;
বারবার ভূলে গিয়ে একপাক্ষিক হয়ে যাই
তাই আইনি নয়; মনের কারাবাসে পচে গলে যাচ্ছি রোজই
সে আমার এমন প্রিয়তমা; যার প্রতি কাম লোভ লালসা আসেনা
তবে কিসের ভালোবাসা? কেন ভালোবাসি? বার বার ফিরে চাই?
এর চেয়ে নটিপাড়া ভালো। বিনিময় প্রথা চলছে জোরেশোরে
নেই চলে যাবার ভয়, স্বপ্ন ভাঙার খেলা অথবা ধুচ্ছাই
তাই আজ ভন্ড হতে ব্যস্ত; অস্তিত্ব বিলীন বহুকাল হলো
ভালোবাসা, না ভয়ই বেশি ছিল।