বেঁচে থাকার আকুলতায়
পথ হতে ঘাটে
নদী ও নদে; সিমেন্টের বিষাক্ত দেয়াল
অথবা প্রেমিকার মনে গজায় শিকর।
শুধুই সামান্য ঠাই চাই
এক বিন্দু বাসযোগ্য যায়গা চাই
চাইনা আর কিছু নিজের অস্তিত্ব ছাড়া।
বহুদিন ঘুরেছি জাগতিক হতে মহাজাগতিক
স্রষ্টা আমায় দেয়নি নিজের বলে কিছু
প্রথমে ছিলাম আলিশান বাংলোর বাগানে
উগরে ফেললো আবর্জনা বলে
পরে পথে- ডাস্টবিনে নর্দমা ও খানাখন্দে
কতজন আসে। পথিক, সিটি কর্পোরেশনের গাড়ি
বিষাক্ত কিটনাশক ও বন্যা
না সৃষ্টি না স্রষ্টা কেউ দেয়নি সামান্য ঠাই
তাই এখন আমি দেয়ালের বিষাক্ততায়
ভয়ে আছি , যাব কবে নতুন ঠিকানায়।