Review This Poem

ধরেন সমাজ আজ কবিতান্ত্রিক
প্রধানমন্ত্রী কবিতা লিখেন যত্রতত্র;
মন্ত্রিসভা কবি দিয়ে ভরা; দুঃখ মন্ত্রী
স্বপ্ন মন্ত্রী, বিরহ ও আনন্দের মন্ত্রী
রূপসী বাংলা এবং ডিজিটাল তথা আধুনিক মন্ত্রী
আছে ক্ষুদার্ত এবং তিমির মন্ত্রী
রাত ও চাঁদ, বৃষ্টি কিছুই বাদ যায়না
সুর তাল লয় সব ঠিক; উচ্চ মাত্রার স্বপ্নের অধিকারী।

তবে হয়তো আজ সমাজ হতো ভিন্ন রকম
একটু ডিজিটাল; সবার আবেগ সবাই বুঝে
চাঁদ কে ভালোবেসে বর্ষায় নৃত্য করে
দমকা হাওয়ায় মহাসভা; বৃষ্টিতে ভিজে ভাষণ শোনে।

রাস্তার প্রতিটা দেয়ালে কবিতা হতো
প্রেমিক তার প্রেমিকার; সম্পর্কের বিচ্ছেদ বহুদূর
নীল শাড়ি পরে কেউ পার্কে ঘোরে; প্রেমিকেরা পাঞ্জাবি
দামি রেস্টুরেন্টের বদলে পার্ক
ছোলা বুট আর বাদাম চলে।

যদি আসলেই কবিতান্ত্রিক সমাজ হতো
এতো বিশৃংখা হতো না; প্রতিটা কাজে থাকত তাল
ছন্দে ছন্দে সমাজ হতো ভিন্ন; থাকত না দরিদ্র
নেতারা মিথ্যা বলতো না; কারণ কবিতায় মিথ্যা বলা বারণ
ফেলানির চিৎকার শোনা যেত না; থাকতঁ না মাঝরাতের হায়েনা
নিজ দেশের হয়ে অন্যের দালালি বহুদূর; ভাবতেই পারতোনা

কারণ কি ? কবিরা সচেতন সত্যবাদী এবং স্বপ্নের অধিকারী
কবিরা আত্মসম্মানী এবং দেশপ্রেমে বলীয়ান
কবিরা শুধু কবিতার; আর কবিতা সবার
তাই কবিতান্ত্রিক সমাজ প্রয়োজন; কবি বিহীন মঞ্চ নয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments