রৌদ্রত্তাপে জীবন যখন ক্লান্ত; ঘামের সাথে বেরোয় হাহাকার
দিক বিদিক সব পথিকের কপালে ঘাম; মাথায় কত ভার
সকালে ঘুম থেকে উঠে এই রোদে পরিবারের দিক চেয়ে বাড়িয়ে পড়া
প্রচন্ড গরমেও চুলোয় হাত, পরীক্ষা; মিটিং মিছিল
কেউ ভালো নেই। নেই সাধারণ থেকে অসাধারণ
নেই রাজা থেকে রাজনৈতিক ; ভালো নেই ভিক্ষুক
দশ তালা ফ্লাটের মালিক। রোদ! কাউকেই ছাড়েনা।
শুধু এসির নিচে বসে লাট সাহেব জানেনা; রোদের কি জ্বালা।
তাই এক বিন্দু বৃষ্টির অপেক্ষায়; হাহাকার সব আসমানে জড়ো হয়
প্রায় ঘন্টা খানেক পর; যখন হিট স্টোকে মরে আছে
শ’খানেক কাক।
শ্রমিকের ঘামে অর্থনীতি চাঙ্গা, কারো প্রচন্ড মাথা ব্যথা
ঠিক তখন আকাশ কালো করে এলো এক ঝাপটা
এক ঝাপটায় গরম সব উধাও।
পরের ঝাপটায় ঝরঝরিয়ে পড়ছে করুণ সুখ, সুখের মাঝে নাচে কোকিল টিয়া,
এই সুখেতে রঙ লেগেছে নতুন বালিকার।
প্রেমিক পুরুষ লিখতে বসেছে চিঠি, প্রেমিকা তো অনুভূতিতেই শেষ
একটু পরে নতুন চমক এলো; রাস্তায় ভিজতে থাকা কিশোর আহত
এ যে শিলা!বৃষ্টির বেগে আনন্দ করলো মাটি
প্রেম পিরীতি সবই মারা গেল; কোকিল টিয়া থমকে গেল যাগায়
বুঝিয়ে দিল প্রকৃতি নিষ্ঠুর ও আনন্দময়।
2023-05-15