নির্মলেন্দু গুণ, শত গুণে গুণান্বিত
কাশবন থেকে বাংলাদেশ; না প্রেমিক না বিপ্লবী
দৃষ্টিতে ফুটে উঠা একটি দেশ , বাংলার মাটি বাংলার জলে
সংগ্রাম কে করে আপন যে কবিতায় ধারণ করেছিল শেখ মুজিব।
আমি আজ সেই কবি ও কবিতার কথা বলতে এসেছি
শত সংগ্রামই ছিল যার জীবন তবু হাল না ছেড়ে
রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ শেষে জেগে ওঠেন নবীন উল্লাসে
লিখেন কবিতা বলেন আগে চাই সমাজতন্ত্র তাই দূর হ দুঃশাসন
প্রথম দিনের সূর্য দেখে হবে নবজাগরণ।
না বাংলা একাডেমি, না একুশে পদক
চৈত্রের ভালোবাসাই ছিল তার শ্রেষ্ঠ অর্জন
আমি এক ক্ষুদ্র ভক্ত তার; তাকে গভীর ভাবে বুঝতে চাই
তবে প্রশ্ন টা থেকেই যায়? কবি কে কি আসলেই চেনা যায় ?
কোন কবিতায় ব্যাখ্যা অথবা কবিতা লিখা মানায় ?
কবি নিজেই তার কবিতা; ফুটিয়ে তোলা ভাস্কর্য
তাই কবি নয় তার কবিতালোচনাই কবির আসল পরিচয়।