Review This Poem

তোমার দুঃখ গুরুতর, আমার দুঃখ দুধভাত
তোমার দুঃখ আকাশ ছোয়া আমার টা মাটি চাট
তোমার অনেক কষ্ট আছে আমি সুখের দরিয়ায়
তোমার দুঃখে লবণ বেশি আমার টা সরবত।

দুঃখ দুঃখ দুঃখ দুঃখিত সবাই।

তোমার দুঃখ দামি জুতোয় হালকা একটু ফাঁটা
আমার দুঃখ জুতা নাই বাহিরে যাব না।
তোমার দুঃখ হাজার একর জমি নিয়ে জঙ্গাট
আমি আবার ভাড়াটিয়া থাকার কোন যায়গা নাই।
তুমি খাও ফাইব স্টারে হাত মুছো টিসুতে
আমি খাই ডাইল ভাত হাত মুছি জামাতেই।
তুমি চলো বড় গাড়ি আমি চলি পায়ে
তুমি করো প্রেম আমি করি পিরিত যে।
তোমার মায়ের সর্দি জর ভর্তি হয় নেক্সাস
আমার মায়ের কিডনি ফেইল; শুইয়া রইসে বারান্দাত।
কোরবানিতে আস্ত খাসি; নতুন নতুন জামার রাশি
আমি আবার মাংস টুকাই ছিড়া জামা পড়ে
একটু সহানুভূতি যদি বাড়ে; সাহেব খুব দুঃখিত
আমি আবার দুঃখ দিলাম নাতো?

তোমার আবার দুঃখ বেশি আমি হলাম দুধভাত
আমি তো গরিব তাই কষ্ট মানেই সুখের নাচ
তুমি হইলা ফাইব স্টার একটুতেই কুপকাত
তোমার কষ্টের ওজন বেশি; সহানুভূতি ভরপুর
তুমি মরলে জিডিপি লস ; কত কত টাকা খরচ
আমি মরলে কম খরচ ; সমাজের বোঝা লস।

আসলে সাহেব কথা একটাই; তোমার দুঃখ গুরুতর
আমার দুঃখ দুধভাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments