4.5/5 - (2 votes)

মস্ত বড় মরিচিকায় আটকে গেছি; ধোঁকা
জীবন মানেই দুঃস্বপ্নের করুণ ধোকা
ছন্ন ছাড়া আটপৌরে আশা। কিছু অদ্ভুত ভালোবাসা
যদিও মনে হয় খুব কাছের। বিশ্বাসযোগ্য আশ্রয়স্থল
তবু আট আনার জীবনে ছয় আনাই মিথ্যা; হা হা
চলার পথে আপন মানুষ কাটার মত,
তাই আপনের অপর নাম দিলাম কাটা।
পরকে কি বলব ধুচ্ছাই! তারা তো আগে থেকে দূরেই
শুধু কাটা নিয়েই ঝামেলা। বিধলে দেয় বেদনা
ঘাউ হলেও মন্দ না। রক্তাক্ত পরিস্থিতি ;
তবুও আমরা গোলাপই চাই। রক্ত চাই
আপন আপন মানুষ চাই। তাই তো বিরহে ভাসি
একাকিত্বে কবিতা লিখি।
সঙ্গ খুজি; নিজের মত মানুষ খুজি
শেষে নাম দেই কাটা ; যা আমরা নিজেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments