জীবনের এক কূলে এসে বেকুল আমি
নেই, নেই পথ এগুবার।
কেমন ক্লান্তি লাগে, অসীম ঘুমে তলিয়ে যাই
ভার করা বুক আর মেদহীন হাড় নিয়ে
ক্লান্ত পায়ে হেটে যাই বন্ধুর পথে।
এ যেন অসীম এক পথ, জীবনের শেষ কই
কত যুদ্ধের পর ঘুম হবে অসীমের
কত দিন, আর কত কাল
অভিনয় করে যাই হাজার ভীরে
যেন এক সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা আজ একা
অপেক্ষায় অসীম ঘুমের।