শীত গেল আসল বসন্ত
পাতা ঝড়া গাছে নবজাগরণ
দুঃখ কষ্টও চলে গেল জীবনের নিম্নচাপে,
নাতিশীতোষ্ণ হাওয়ায় মনোমুগ্ধকর ফুল
হবে কৃষ্ণচূড়া আগমন।
তবে তুমি যে গেলে; তুমি কোন ঋতু প্রিয়?
বারো মাসের একটি মাসে এসো?
হয়তো প্রচন্ড গরম অথবা শীতে
তীব্র বর্ষার দমকা হাওয়ায়, কালবৈশাখে
হেমন্তের মাতাল হাওয়ায় অথবা আরেক বসন্তে
কৃষ্ণচূড়া বেশে। আমার ভালোবাসা শুধু অপেক্ষায়
বারো মাসের কোন এক ঋতুতে।
2023-07-16