একটা গোটা জীবন ধরে শুধু মরতে চেয়েছি
ক্লান্ত ভীষণ ছুটতে ছুটতে,থামতে চেয়েছি
কোনো শীতের রাতের একলা স্টেশনে বসে
ভুল ভ্রান্তি ব্যর্থতা ভরা অধ্যায় গুনতে চেয়েছি
কম্বলটাকে গায়ে জড়িয়ে ধরে খুজতে চেয়েছি
কোথায় একটি ছোট্ট ফুটো দিয়ে শীত আসছে
আবার মাথা চুলকে উকুনও বের করতে চেয়েছি
শালা চুলকায়,কখনো ঘারে কখনো কানের কাছে
এভাবেই সকাল হয়ে যায় দিন কেটে যায়
এ জীবন বয়ে যায় ভাবলেশহীনতা দিয়ে
আমি যা চেয়েছি কখনোই তা পাইনি
যেমন এখন খিস্তি খেলাম দুটো কচুরি খেতে চেয়ে