যদি আমি তোমায় মহাকাশের
কৃষ্ণগহ্বর নিয়ে গল্প না শোনাই
তার্কভ্স্কি কিংবা বার্গম্যানের
অনুধাবনে অতিষ্ঠ না করে তুলি
না বলি, কেন বিদ্রোহ ডেকে আনে
সর্বহারাদের লাল পতাকা
যদি আমি সাবেক প্রেম নিবেদনের
বৃথা চেষ্টায় মেতে উঠি
খুঁজে পাবে কি আমাকে আমার মাঝে ?
আমার ভীতরের ওই প্রেমিকটা মরে গেলে
তুমি কি তখনও ভালোবাসবে আমায় ?
আমার উপেক্ষাতে প্রেম খুঁজবে ?
না ; আমার প্রেমে উপেক্ষা ? বেছে নাও।
2023-03-31
Loved it