অন্ধকারের অন্তর্নিহিতে ছুটে চলেছি
এতোটাই কালো দেখছি
যেনো অন্ধ হয়ে গেছি আলোর অভাবে
অন্ধ হয়ে গেছি অন্ধত্বের স্বভাবে
যেন কোনো অন্ধ কানাগলির বুক চিরে
ছুটছি তো ছুটছিই, ছুটছি অকাতরে
কিসের উদ্যমে কিংবা অতঙ্কে ছুটছি ?
কিসের খোঁজে নিরবচ্ছিন্ন হাতরাচ্ছি ?
উফ্…, কী ভীষণ অস্বস্তিকর এই অজ্ঞতা
কী ভীষণ নির্মম এই বুদ্ধিবৃত্তিশুন্যতা
এই কদাকার কুৎসিত জীবনশৈলীর ক্ষত
তাড়া করছে,হানা দিচ্ছে মৃত্যুর মতো
2023-04-15