যে দিগন্তে গাং চিল উড়ে যায়
ফিরে আর আসেনা
এই নিখিল আকাশ যেখানে নির্লিপ্ত
এক সরলরেখায়
ওই যে প্রান্তে পরন্ত বিকেলগুলো
গলে যায় জাহ্নবী জলে
সেইখানে সেই দেশে চলো আজ
নেহাৎ হারিয়ে যেতে হলে
2023-04-02
যে দিগন্তে গাং চিল উড়ে যায়
ফিরে আর আসেনা
এই নিখিল আকাশ যেখানে নির্লিপ্ত
এক সরলরেখায়
ওই যে প্রান্তে পরন্ত বিকেলগুলো
গলে যায় জাহ্নবী জলে
সেইখানে সেই দেশে চলো আজ
নেহাৎ হারিয়ে যেতে হলে