Review This Poem

এতোটা উষ্ণতা আমি চাইনি
তুমি কিছুটা শুষ্ক শীতল হতে পারতে
এই অত্যুষ্ণ অনুরাগ আমি চাইনি
তার চেয়ে অভিমানী কুয়াশা জমতে দিতে
তোমার তপ্ত অরষ্ঠতা আমি চাইনি
আদ্র অস্বস্তি আমাকে জাঁকিয়ে ধরছে
এই তীব্র অকুলতা আমি চাইনি
অনভিজ্ঞ মন বেদনাবিধুর দহনে মরছে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments