এতোটা উষ্ণতা আমি চাইনি
তুমি কিছুটা শুষ্ক শীতল হতে পারতে
এই অত্যুষ্ণ অনুরাগ আমি চাইনি
তার চেয়ে অভিমানী কুয়াশা জমতে দিতে
তোমার তপ্ত অরষ্ঠতা আমি চাইনি
আদ্র অস্বস্তি আমাকে জাঁকিয়ে ধরছে
এই তীব্র অকুলতা আমি চাইনি
অনভিজ্ঞ মন বেদনাবিধুর দহনে মরছে
2023-08-16