ঝলসে যাওয়া মাংস গুলো
চিনতে পারছো কি ?
একটু ছিঁড়ে খেয়ে দেখো
গরু,শুয়োর না মানুষই ?
জ্বলছে ঘর জ্বলছে বাড়ি
ভীষণ উত্তাপ ছড়িয়ে
পেটের আগুনে জ্বলছে যে দেশ
তার ক্ষিদে মরে কি ,ধর্ম দিয়ে ?
2023-04-06
ঝলসে যাওয়া মাংস গুলো
চিনতে পারছো কি ?
একটু ছিঁড়ে খেয়ে দেখো
গরু,শুয়োর না মানুষই ?
জ্বলছে ঘর জ্বলছে বাড়ি
ভীষণ উত্তাপ ছড়িয়ে
পেটের আগুনে জ্বলছে যে দেশ
তার ক্ষিদে মরে কি ,ধর্ম দিয়ে ?