Review This Poem

একলক্ষ গলা তারস্বরে বলে উঠল
আমরা কি তবে উটকো,উদ্বৃত্ত ?
ক্ষমতার কুৎসিত প্রতিমূর্তি
জবাব দিলো তার লম্বা গলাটা বাড়িয়ে
তোমরা সব চোর,ডাকাত।
একলক্ষ লেন্স, তাকিয়ে
এক কোটি দর্শক, নির্বাক।
দশ কোটি জনতা, নির্বিকার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments