কিছু মেটাফর্ আউরে ছন্দ বাঁধছি
কতোই না আভিজাত্য
কতেক নিরেট মিথ্যে ভেবে চলেছি
লিখে চলেছি অপর্যাপ্ত
ওই দেখো আবার মিলছে ,খামোখাই
বেজায় অবৈধ এক ধাঁচে
অভীষ্ট হীন যতো কবিতা রাশি
ধুলো জমাচ্ছে কাঁচে
হায় রে ক্যাটাসট্রফিক এ অভিলাষ
কোনদিন লাশ না ফেলে আমার
আমার এ অনাদি হাহুতাশের জেরে
কবিতা গুলোর এই অনাহার