Review This Poem

পৃথিবীর সমস্ত মৃত শিশুদের
ভূত গুলো সবাই তেড়ে আসুক
জরাজীর্ণ,নিপীড়িত গোষ্ঠী গুলো থেকে
আসমুদ্র জনস্রোত ধেয়ে আসুক
সমস্ত ভুখা মানুষের পেটের আগুনে
জ্বলুক এই ঝাঁ চকচকে পৃথিবী
আস্তাকুঁড়ে পরে থাকা মানুষ গুলো
রাস্তার ধারে মরে যাওয়া মানুষ গুলো
তোমার আমার পায়ের তলার মানুষ গুলো
উঠে এসে দাঁড়াক,তাড়া করে মারুক
তোমাকে,আমাকে,আমাদের স্পর্ধা কে
ওদের রক্তে স্নাত এই বিলাসিতা কে
আমরা যারা উচ্চবিত্ত,উঁচু তলার মানুষ
নিচের দিকে না তাকিয়ে মাড়িয়ে চলি প্রান
মার্কিন সব আদপকায়দায় মাড়িয়ে চলি জীবন
আমরা যারা বেপরোয়া,ভীষণ ভাবে অর্থান্ধ
আমরা যারা পূঁজির নীচে পিষছি নিজে
পিষছি ওদেরও,নিংড়ে নিচ্ছি সবটা
তাদের ওরা দেখে নিক,বুঝে নিক হিসাবটা
ওরা ফিরিয়ে নিক ওদের অরন্য গুলো
ওদের নদি,ওদের জলাশয়,ওদের গ্রাম গুলো
আমরা যা ছিনিয়ে নিয়ে কেটে ফেলেছিলাম,
বুজিয়ে দিয়েছিলাম,ডুবিয়ে দিয়েছিলাম
ওরা আবার আসুক রাঙা আকাশের নীচে
সমবেত কন্ঠস্বর থাকুক,সমবেত হোক মন
কাস্তে হাতে,হাতুড়ি হাতে ওরা কাজ করুক
ওরা ছিনিয়ে নিক ওদের হকের জীবন

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments