আহত হয়ে বিমূর্ত পরে থাকি
এই স্নায়ু আরো কিছুটা বাকি
তবুও চেয়েছি,তবুও চেয়েছি
একটি জীবিত জোনাকি
কপালের অনাহূত বলি রেখাটা
মানবীর শেষ কথালেখাটা
হারিয়ে ফেলেছি,হারিয়ে ফেলেছি
আপোষী অভিযোজন শেখাটা
আহত হয়ে বিমূর্ত পরে থাকি
এই স্নায়ু আরো কিছুটা বাকি
তবুও চেয়েছি,তবুও চেয়েছি
একটি জীবিত জোনাকি
কপালের অনাহূত বলি রেখাটা
মানবীর শেষ কথালেখাটা
হারিয়ে ফেলেছি,হারিয়ে ফেলেছি
আপোষী অভিযোজন শেখাটা