বাংলা কবিতা, ন্যাংটো ছেলে আকাশ দেখছে কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

ঘর ফুটপাথ
আহার বাতাস,
ন্যাংটো ছেলেটা
দেখছে আকাশ ।

সেখানে এখন
টেক্কা সাহেব
বিবি ও গোলাম—
রাজ্যের তাস

সবাই ব্যস্ত ;
সবাই করছে
চাঁদ-সূর্য ও
তারাদের চাষ ;

সবাই চাইছে
রাজত্ব, আর
সবাই লিখেছে
দারুণ গল্প ।

সেই শুধু ফুট-
পাথের ন্যাংটো
ছেলে, তাই তার
বুদ্ধি অল্প—

দূর থেকে তাই
দেখেছে দৃশ্য,
দেখছে এবং
দিচ্ছে সাবাস!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments